News & Event

18
May 19

ডায়ালগ অব এশিয়ান সিভিলাইজেশন শীর্ষক আন্তর্জাতিক বেইজিং সম্মেলনে ইবি ভাইস চ্যান্সেলর

VIEW
15
May 19

ইবিতে ঈদের ছুটির পুনর্বিন্যাস

VIEW
15
May 19

ইবি ভাইস চ্যান্সেলরের চীনযাত্রা

VIEW
11
May 19

ইবিতে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত

VIEW
06
May 19

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনে ইবিতে ব্যাপক কর্মসূচি গ্রহণ

VIEW
05
May 19

ইবিতে অগ্রণী ব্যাংক এটিএম বুথের উদ্বোধন

VIEW
17
Apr 19

ইবি’তে উচ্চ শিক্ষায় ব্লুম’স ট্যাক্সনোমি অব লার্নিং অবজেকটিভ’স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

VIEW
16
Apr 19

ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইবিতে বির্তক, শুদ্ধ উচ্চারন ও উপস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

VIEW
14
Apr 19

ইবিতে বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে তিনদিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

VIEW
13
Apr 19

ইবিতে ৪র্থ আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন অনুষ্ঠিত

VIEW

ইবি’তে উচ্চ শিক্ষায় ব্লুম’স ট্যাক্সনোমি অব লার্নিং অবজেকটিভ’স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর আই কিউ এসি’র সেমিনার কক্ষে বুধবার “উচ্চ শিক্ষায় ব্লুম’স ট্যাক্সনোমি অব লার্নিং অবজেকটিভ’স” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী সেমিনারে (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. কে. এম. আব্দুস ছোবহান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে জ্ঞানের অধিকারী। পৃথিবীকে যারা গতিশীল করে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে তারা সকলেই কোন না কোন ভাবে বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত ছিলেন। তিনি বলেন, নিজের দিকে তাকিয়ে নিজেকে ভাংচুর করে নতুনভাবে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, বিদ্যমান জ্ঞান আহরন করে নতুন জ্ঞানের সৃষ্টি করা একজন শিক্ষকের নৈতিক দায়িত্ব। তথ্য প্রযুক্তির এই যুগে যার কাছে যত বেশি তথ্য থাকবে সে তত বেশি সমৃদ্ধ ও আধুনিক। তিনি বলেন, জ্ঞান বিতরনের ও গ্রহনের জন্য অর্থবহ পরিবেশ গড়ে না তুললে সেই জ্ঞান বিতরন অর্থবহ হয় না। বিশেষ অতিথির বক্তব্যে প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন, কারিকুলাম ছাড়া কোন বিষয় হয় না। প্রত্যেকটি বিষয়ের একটি কারিকুলাম থাকতে হবে। তিনি বলেন, জানার কোন সীমা পরিসীমা নেই তাই মহাবিশ্বের সবকিছু এক জনমে জানা সম্ভব নয়। তবে জানবার নতুন জ্ঞান আহরন করবার চেষ্টা থাকতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে উন্মুক্ত শিক্ষা চর্চার ক্ষেত্র। তাই আমাদের শিক্ষকদের মুল কাজটি হবে মানসম্মত শিক্ষা গ্রহন ও বিতরন করা। অপর বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, আজ এই কর্মশালার মাধ্যমে আমাদের শিক্ষকের উপকৃত হলে আমাদের ছাত্র-ছাত্রীরা তথা বিশ্ববিদ্যালয় উপকৃত হবে। সেমিনারের শুরুতে ¯^াগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. কে.এম.আব্দুস ছোবহান। সেমিনারে রিসোর্স পারর্সন হিসাবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কোয়ালিটি এস্যুরেন্স ইউনিটের সাবেক প্রধান প্রফেসর সঞ্জয় কে অধিকারী। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নির্বাচিত শিক্ষকেরা উপস্থিত ছিলেন।