ইবি মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে বিশ্ববিদ্যালয় মুঞ্জরী কমিশন সদস্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদন
VIEWগতকাল ১৩ জানুয়ারি ২০২১ তারিখে ভিসিঅ/ইবি/২০২১-৫৯ নম্বর স্মারকে ভিসি অফিসের উপ-রেজিস্ট্রার স্বাক্ষরিত এক পত্রে ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মু. আতাউর রহমানকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ানের দায়িত্বের পুনঃবিন্যাস ঘটিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাঁকে এ দায়িত্ব দেন। মু. আতাউর রহমান আজ ১৪ জানুয়ারি সকালে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাাপক ড. মোঃ আনোয়ার হোসেনকে ১ বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক পত্রে (নং-প্রশাঃ/ইবি-২০২১/০৯ তারিখ ১৪.১.২০২১) তাঁকে এ নিয়োগ প্রদান করা হয়। তিনি ১৪ জানুয়ারি সকালে যোগদান করেছেন।
অপর এক পত্র নং-প্রশাঃ/ইবি-২০২১/০৬ তারিখ ১৪.১.২০২১ এর মাধ্যমে পুনরাদেশ না দেয়া পর্যন্ত প্রকৌশল অফিসের উপ-প্রধান প্রকৌশলী মুন্সী সহিদ উদ্দীন মোঃ তারেককে প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে। আজ ১৪ জানুয়ারি সকালে প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।