ইসলামী বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদে ৪২৭ নং কক্ষে সোমবার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষের স্নাতক(সম্মান) শ্রেনীর ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। নবীন বরণ অনুষ্ঠানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়া বক্তব্য রাখেন প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, অনুষ্ঠানের আহবায়ক ও পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, প্রফেসর ড. আব্দুল গফুর গাজী প্রমুখ। নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ মহিব্বুল ইসলাম, প্রফেসর ড. এস. এম শরিফুল বারী, প্রফেসর ড. মোঃ আব্দুল বারী, সহকারী অধ্যাপক মৌমিতা আক্তার, নাহিদা আক্তার, নুসরাত সুলতানা বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সহকারী অধ্যাপক মাহবুবা সিদ্দিকা। সংবাদ বিজ্ঞপ্তি