উন্নয়নের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে শিক্ষার্থীদের প্রতি ইবি উপাচার্যের আহ্বান
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, শিক্ষা, ক্রীড়া, আবিষ্কারসহ সর্বক্ষেত্রে অবদান রেখে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় তোমাদেরকে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুখ্যাতি রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা আগামী দিনে আরও কৃতিত্বের সাক্ষর রাখতে সক্ষম হবে, এ আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
শারীরিক শিক্ষা বিভাগ আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতা ২০২০ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। তিনি সরকারের নিকট স্পোর্টস ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জন্যও অনুরোধ জানান।
আজ (২১ জুন) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের জিমন্যাসিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন ভূঁইয়া বিশেষ অতিথি এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মাদ সোহেল। বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, অলসতা আমাদের ধ্বংস করে দেয়। আমাদের শারীরিক ও মানসিক উন্নতির জন্য নিয়মিত খেলাধুল ও ব্যয়াম চর্চা করতে হবে।
অপর বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ক্রীড়াক্ষেত্রে আমাদের অনেক অর্জন রয়েছে। আগামীতে এ বিশ^বিদ্যালয় আরও ভালো করবে, এ প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতা ২০২০-এর চ্যাম্পিয়ন শেখ রাসেল হল ও রানার আপ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং চ্যাম্পিয়ন আইন বিভাগ ও যুগ্ম রানারআপ বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। # সংবাদ বিজ্ঞপ্তি
স্বাক্ষরিত
২১.০৬.২০২২
(মোঃ রাজিবুল ইসলাম)
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া