News & Event

28
Nov 22

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২২-২০২৩/ সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইবিতে অংশীজনদের সভা

VIEW
26
Nov 22

পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইবিতে র‌্যালি অনুষ্ঠিত

VIEW
24
Nov 22

ইবি ও জবি'র মধ্যে গবেষণা সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর

VIEW
23
Nov 22

ইবি অর্গানোগ্রাম সংশোধন কমিটির সাথে ডিনবৃন্দ ও অফিস প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

VIEW
22
Nov 22

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৪৪ বছরের অগ্রগতি’ শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠিত

VIEW
23
Nov 22

বর্ণিল আয়োজনে ৪৪তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

VIEW
20
Nov 22

৪৪তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কর্তৃপক্ষের দিনব্যাপী নানা কর্মসূচি

VIEW
14
Nov 22

দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইবিতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

VIEW
14
Nov 22

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এর হ্যান্ডবলে ইসলামী বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন/কর্তৃপক্ষের অভিনন্দন

VIEW
13
Nov 22

ইবি’তে তথ্য অধিকার বিষয়ক র‌্যালী এবং লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

VIEW

ইবিতে ওবিই কারিকুলাম প্রিপারেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

 
ধর্মতত্ব অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের জন্য আউটকাম বেসড্ এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রিপারেশন বিষয়ে এক কর্মশালা আজ (২৪ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে আইকিউএসি অফিসের সেমিনার-কক্ষে সকাল ১০টায় শুরু এ কর্মশালার উদ্বোধনী পর্বে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন ভূঁইয়া।
 
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, মিশন ও ভিশনকে সামনে রেখে আমাদের অবজেকটিভ নির্ধারণ করতে হবে এবং অবজেকটিভ সফল করার জন্য সঠিক ইনপুটগুলো প্রস্তুত রাখতে হবে। যেমন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার মিশনকে সামনে রেখে কত পরিমাণ জমিতে কত পরিমাণ ফসল ফলানো হবে সেই অবজেকটিভ নির্ধারণ করতে হবে এবং তাঁর জন্য ইনপুট হিসাবে দক্ষ কৃষক, সার, বীজ ইত্যাদি ব্যবহার করতে হবে। তিনি বলেন, মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ ও সমাজের সাথে খাপ খাইয়ে চলতে পারে এমন শিক্ষার্থী তৈরি করতে হবে। শিক্ষাশেষে শিক্ষার্থীরা কোথায় যাবেন তা মাথায় রেখে ওবিই কারিকুলাম প্রস্তুত করতে হবে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এমনভাবে নেতৃত্ব দিবেন যেন আলোকিত শিক্ষার্থী তৈরি হতে পারে, যারা বিশ্বসমাজকে সামনের দিকে এগিয়ে নিতে নেতৃত্ব দিবে।
 
বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, সবগুলো বিভাগকেই ওবিই কারিকুলাম প্রস্তুত করতে হবে। নইলে ছাত্র-ছাত্রীরা পিছিয়ে পড়বে।
 
অপর বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিভাগই ওবিই কারিকুলাম তৈরি করেছে।
 
ওয়ার্কশপের উদ্বোধনী পর্বে আরও বক্তব্য রাখেন ধর্মতত্ব অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ. এ. এন. এম. এরশাদ উল্লাহ। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ মহব্বত হোসেন । কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দীন। ধর্মতত্ব অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।