News & Event

10
Jan 23

ইবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

VIEW
21
Dec 22

আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা-২০২২/ যৌথচ্যাম্পিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

VIEW
19
Dec 22

ইবি ভিসির সঙ্গে শিক্ষক সমিতি ও শাপলা ফোরামের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সৌজন্য সাক্ষাৎ

VIEW
19
Dec 22

ইবিতে ৪র্থ শিল্প বিপ্লব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

VIEW
19
Dec 22

আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা ২০২২ এর প্রথম দিন/ ছাত্রদের খেলায় ইবি, কুবি, রাবি, যবিপ্রবি, নোবিপ্রবি, চবি ও জবি এবং ছাত্রীদের খেলায় জবি, ঢাবি, শাবিপ্রবি, যবিপ্রবি ও চবি বিজয়ী

VIEW
18
Dec 22

২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হতে হবে শিক্ষার্থীদের : ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, এমপি আমরা ছিলাম মুক্তিযুদ্ধের প্রজন্ম, আর শিক্ষার্থীরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রজন্ম : ইবি ভিসি

VIEW
17
Dec 22

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড মননকে প্রসারিত করে …..................... ইবি ভিসি

VIEW
16
Dec 22

নানা আয়োজনে ইবিতে মহান বিজয় দিবস উদযাপিত

VIEW
14
Dec 22

ইবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

VIEW
12
Dec 22

শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে ইবি কর্তৃপক্ষের কর্মসূচি

VIEW

ইবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিল, মোমবাতি প্রজ্বালন, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোকর‌্যালি ও শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে ইসলামী বিশ^বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল ১৩ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহিদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহিদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ (১৪ ডিসেম্বর) রাত ১২টা ০১ মিনিটে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল ও শহিদ স্মৃতিসৌধ বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। দায়িত্বপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২২ পালন কমিটির আহ্বায়ক প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ মোমবাতি প্রজ্বালনকালে উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে ও হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন দায়িত্বপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান এবং কালো পতাকা উত্তোলন করেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান তাঁদের সাথে ছিলেন। একই সময়ে হলসমূহে অনুরূপভাবে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলনপর্ব শেষে সকাল ১০টা ১৫মিনিটে প্রশাসন ভবন চত্বর হতে এক শোকর‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ স্মৃতিসৌধে সমবেত হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে দায়িত্বপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম আলী হাসান তাঁর সঙ্গে ছিলেন। এরপর বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভাগ, পরিষদ ও ফোরাম, ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।# সংবাদ বিজ্ঞপ্তি
স্বাক্ষরিত
১৪.১২.২০২২
(রাজিবুল ইসলাম)
উপ-পরিচালক
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়