ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন, ৭৫’র পরবর্তী বঙ্গবন্ধুহীন বাংলাদেশে প্রতি বছরই বঙ্গবন্ধুর ফিরে আসার দিনটি পালন করি, উদ্যাপন করি এবং তাঁকে স্মরণ করে আসছি। তিনি বলেন, ২৬ মার্চ রাতে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। ২৯০ দিন তাঁকে কারাবন্দী করে রাখা হয়। ১৯৭২ সালের ৮ জানুয়ারি ভোররাতে বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হয়। সেদিনই তিনি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট ৬৩৫-এ লন্ডনের উদ্দেশ্যে রওনা হন। লন্ডনে প্রায় ২৬ ঘন্টা অবস্থান শেষে ১০ জানুয়ারি সকালে তিনি দিল্লির পালাম বিমানবন্দরে পৌছান। বিমানবন্দরে বঙ্গবন্ধুকে অভ্যার্থনা জানান রাষ্ট্রপতি ভি ভি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এরপর দিল্লি থেকে বঙ্গবন্ধুকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এবং বেলা ১টা ৫১ মিনিটে ঢাকা বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। তিনি বলেন, ইতিহাস বানানো যায় না, ইতিহাস ঐতিহাসিকভাবে সৃষ্টি হয়। ভাইস চ্যান্সেলর আগামী দিনের বাংলাদেশ গড়তে সবাইকে এক সাথে এগিয়ে যাওয়ার আহŸান জানান। আজ (১০ জানুয়ারি) ইসলামী বিশ^বিদ্যালয়ের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম এসব কথা বলেন। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দর্শন ও চিন্তা চেতনা বাস্তবায়ন করে চলেছেন। বঙ্গন্ধুর দর্শন নিয়ে আমাদেরকেও এগিয়ে যেতে হবে। সভায় ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, মাত্র সাড়ে ৩ বছরের শাসনামলে বঙ্গবন্ধু দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে কাজ করেছেন, এমনকি আমাদের একটি সংবিধানও দিয়েছেন। আসুন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে বঙ্গবন্ধু সকল স্বপ্ন বাস্তবায়নে কাজ করি। সভায় আরও বক্তব্য রাখেন ছাত্র-উপদেষ্টা ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্যাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. শেলীনা নাসরীন। আলোচনা সভার পূর্বে বেলা ১১টায় প্রশাসন ভবন চত্বর থেকে এক আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল চত্বরে সমবেত হয়। র্যালি শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এসময় তাঁর সাথে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। ভাইস চ্যান্সেলরের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শিক্ষক সমিতি, ইসলামী বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ^বিদ্যালয় শাখাসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এসময় বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
(মোঃ রাশিদুজ্জামান খান টুটুল)
উপ-রেজিস্ট্রার
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
তারিখ ঃ ১০/১/২০২৩