ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে ৭ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবস-২০২৩ উপলক্ষ্যে প্রশাসন ভবন চত্বর হতে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। র্যালিতে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। এছাড়া র্যালীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, বাংলাদেশ ছাত্রলীগ ইবি শাখার নেতা-কর্মীবৃন্দ, ইবি ল্যাবরোটরী স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীরা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ অংশগ্রহন করেন। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যাল চত্বরে গিয়ে শেষ হয়। এরপর ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে সকাল ১০.৩০টায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। এছাড়া শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ ইবি শাখা, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গবন্ধু পরিষদ(শিক্ষক ইউনিট) ও বাংলাদেশ ছাএলীগ ইবি শাখার নেতাকমীবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আ.স.ম শোয়াইব আহমেদ।
এছাড়া কর্মসূচীর অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের মেইনগেট এবং হল কর্তৃপক্ষের আয়োজনে হলসমূহে সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত (যোহর ও আসরের নামাজের সময় ব্যতীত) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি
(মোঃ সাহেদ হাসান)
উপ-রেজিস্ট্রার
তথ্য,প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
তারিখ ঃ ০৭/০৩/২০২৩ইং।