ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান বলেছেন এলামনাইরা শুধু একটি বিভাগের সম্পদ নয়, তারা পুরো বিশ্ববিদ্যালয়ের সম্পদ, সমগ্র জাতির সম্পদ।
শুক্রবার সকালে টি.এস.সি.সি’র বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইংরেজি বিভাগের আয়োজনে প্রথম এলামনাই এর দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিভাগের এ্যালামনাই সংগঠন এর সভাপতি সৈয়দ এ কে মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগের সিনিয়র-মোস্ট শিক্ষক সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ইংরেজি বিভাগের বর্তমান সভাপতি প্রফেসর ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান, সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন উর রশিদ আসকারী।
অনুষ্ঠানে প্রফেসর মাহবুবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকেই বিশেষ লক্ষ্য অর্জন করতে হয়। এখানে বিভাগগুলোর প্রধান কাজ হলো স্ব স্ব কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদের গড়ে তোলা। যাতে করে তারা ঐ লক্ষ্য অর্জনে সক্ষম হয়। তিনি বলেন, এলামনাইরা শুধু একটি বিভাগের সম্পদ নয়, তারা পুরো বিশ্ববিদ্যালয়ের সম্পদ, সমগ্র জাতির সম্পদ। তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকেই অসংখ্য শিক্ষার্থী পাস করে বেরিয়ে গেছেন যারা স্ব স্ব জ্ঞান দিয়ে সমাজ, রাষ্ট্রের উন্নয়নে অবদান রেখে চলেছেন এভাবেই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে হবে। তিনি সকল এলামনাইকে একটি প্লাটফরমে নিয়ে আসার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকেই বিশেষভাবে অনুরোধ জানান। তার মতে এলামনাইদের সফলতা বিভাগের সফলতা, তারপর এটি পুরো বিশ্ববিদ্যালয়ের সফলতা। তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয় তার সকল এলামনাইদের নিয়েই গর্ব করতে চায়।

এর আগে সকালে বিভাগের এলামনাই এসোসিয়েশনের আয়োজনে ক্যাম্পাসের মধ্যে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে টি.এস.সি.সি’র বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গিয়ে শেষ হয়। র্যালীতে বিভাগের শিক্ষকমন্ডলীসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
উল্লেখ্য যে ২০১৮ সালে ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এলামনাই এসোসিয়েশন গঠন করা হয়। এলামনাই অনুষ্ঠানে টিএসসিসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ বাকী বিল্লাহ, প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরোমের সাধারন সম্পাদক প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, জনসংযোগ অফিসের পরিচালক(ইন-চার্জ) ড. আমানুর আমানসহ বিভাগের শিক্ষকবৃন্দ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
(মোঃ সাহেদ হাসান)
উপ-রেজিস্ট্রার
তথ্য,প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
তারিখ ঃ ১০/০৩/২০২৩ইং।