ইবিতে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম এলামনাই ও পুনর্মিলনী অনুষ্ঠানে উজ্জল বাংলাদেশ গঠনের যোগ্য অংশীদার হবে বিশ্ববিদ্যালয়ের এলামনাইরা --------------ইবি ভাইস চ্যান্সেলর
VIEWইবিতে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত
VIEWইবিতে বাংলা বিভাগে যুক্ত হই মুক্ত আনন্দে শ্লোগানে প্রথম এলামনাই এসোসিয়েশনের অনুষ্ঠানে একটি মাতৃভাষা সমাজকে বিনির্মান করতে পারে যা অস্ত্র দিয়ে সম্ভব নয় --------------ইবি প্রো-ভাইস চ্যান্সেলর
VIEWইবিতে ইংরেজি বিভাগের প্রথম এলামনাই এসোসিয়েশনের অনুষ্ঠানে এলামনাইরা শুধু একটি বিভাগের সম্পদ নয়, তারা পুরো বিশ্ববিদ্যালয়ের সম্পদ, সমগ্র জাতির সম্পদ ---------------------ইবি প্রো-ভাইস চ্যান্সেলর
VIEWইবিতে লোকপ্রশাসন দিবসের অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর স্মার্ট বাংলাদেশ গড়বার জন্য লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা যথাযথ ভুমিকা রাখবে ------------প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান
VIEWজমকালো আয়োজনের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির ফ্যামিলি ডে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ ৯ ফেব্রæয়ারি উদ্বোধনী সভা, কর্মকর্তা ও তাদের সহধর্মিণী এবং সন্তানদের জন্য বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্ন ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র এর আয়োজন করা হয়।
সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আজকের এ অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মকর্তাদের পারিবারিক বন্ধন সৃষ্টি হবে। তিনি বলেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আগমণে আজকের এ অনুষ্ঠান নতুন-পুরাতনের মিলন-মেলায় পরিণত হয়েছে। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আসুন আমরা সবাই মিলে এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করি এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বদ্ধপরিকর হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি এ.টি.এম এমদাদুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিদ হাসান মুকুটের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, এ আয়োজন অনেক গুরুত্ব বহন করে। আশারাখি আগামীতেও আপনারা এ ধরনের আয়োজন অব্যাহত রাখবেন। অপর বিশেষ অতিথি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান বলেন, কর্মকর্তা সমিতি হচ্ছে কর্মকর্তাদের আশ্রয় স্থল। এ সমিতি কর্মকর্তাদের কল্যাণে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাদের কাজের ধারা অব্যাহত রাখবে এ প্রত্যাশা করি। উদ্বোধন অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে কর্মকর্তা ও তাদের সহধর্মিণী এবং সন্তানদের জন্য বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর মধ্যাহ্ন ভোজ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র এর মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
স্বাঃ/-
(মোঃ রাশিদুজ্জামান খান টুটুল)
উপ-রেজিস্ট্রার
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
তারিখ ঃ ০৯/০২/২০২৩