আরএফআইডি প্রযুক্তি ব্যবহার করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদেরকে স্মার্ট আইডি কার্ড প্রদানের সিদ্ধান্ত
VIEWচলমান প্রকল্পের আওতায় নির্মাণাধীন নয়টি ১০ তলা ভবনসহ ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা আরও উন্নত, আধুনিক ও নিরবচ্ছিন্ন করার লক্ষ্যে বিআরইবি’র চেয়ারম্যানের সাথে ভাইস চ্যান্সেলরের সৌজন্য সাক্ষাৎ
VIEWগাজায় আগ্রাসন ও নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং ফিলিস্তিন জনগণের প্রতি সংহতি জানিয়ে ইবিতে শাট ডাউন প্রতিবাদ কর্মসূচি পালিত
VIEWপবিত্র ঈদুল ফিতরে ইবি’র ভাইস চ্যান্সেলরের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময়
VIEWঅর্থ ও হিসাব বিভাগের উপ পরিচালক সাদেকা শারমীন রুমার মায়ের মৃত্যুতে ইবি’র ভাইস চ্যান্সেলরের শোক প্রকাশ
VIEW
"ডিনস অ্যাওয়ার্ড গ্রহন তোমাদের আলোর পথে পরিচালিত করে ভবিষ্যৎতে চলার পথকে আলোকিত করবে"
——————————————ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম
আজকের এই ডিনস অ্যাওয়ার্ড গ্রহন তোমাদের আলোর পথে পরিচালিত করে ভবিষ্যৎতে পথচলার নতুন যাত্রা শুরু হলো। ইসলামী বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি.সি’র বীরেশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে রোববার সকালে ডিনস অ্যাওয়ার্ড—২০২৪ প্রদান অনুষ্ঠানে অনুষ্ঠানের আহবায়ক ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন. শুধুমাত্র ভালো ছাত্র—ছাত্রী হলেই হবে না পরিশলিত আলোকীত মানুষ হতে হবে যাতে করে তোমাদের দেখে অন্যরা শিখবে। দেশ ও দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে নিজেদের আর্দশ ও রুচিশীল মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, আজকের এই পুরস্কার প্রাপ্তিতে তোমেদের দায়িত্বকে আরো বাড়িয়ে দিলো। তিনি পুরস্কার প্রাপ্তদের উদ্যোশে আরো বলেন, কখনও যেন তোমাদের মধ্যে অহংবোধের সৃষ্টি না হয় বরং সভ্যতা ও ভব্যতাকে ধারণ ও লালন করে ভবিষ্যৎতে চলার পথে এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো—ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, তোমরা যারা আজকে ডিনস অ্যাওয়ার্ডের মতো একটি সবোর্চ্চ একাডেমিক পুরস্কারে ভুষিত হলো তাদেরকে জীবনের সর্বক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখতে হবে। দেশ গঠনে, জাতি গঠনে নিজেদেরকে নিয়োজিত করতে হবে। পাশাপাশি যারা এবারে অ্যাওয়ার্ড পেলে না তাদের মধ্যে প্রতিযোগীতার মনোভাব গড়ে তুলবে ভালো ছাত্র—ছাত্রী হবার সাথে সাথে ভালো মানুষ ও মানবিক মানুষ হবার ক্ষেত্রে।
ডিনস অ্যাওয়াড—২০২৪ অনুষ্ঠানের আহবায়ক ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া সভাপতির বক্তব্যে বলেন, তোমরা যারা আজকে এই পুরস্কারে ভ’ষিত হলো তারা প্রত্যেকে নিজ নিজ বিভাগের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও দেশের মধ্যে নিজেদের অবস্থানকে তুলে ধরবে যা তোমাদের ভবিষ্যৎতে চলার পথকে আরো সুগম করবো। তিনি আরো বলেন, শূধুমাত্র ভালো ছাত্র হলেই হবে না একজন ভালো মানুষ রুচিশীল, দায়িত্ববোধ সম্পন্ন সৎ ও নিভীর্ক মানুষ হতে হবে।
ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদের ডিনবৃন্দ। উপস্থিত ছিলেন বিভিন্ন হলেন প্রভোস্টবৃন্দ, প্রক্টর, বিভাগীয় প্রধানবৃন্দ, রেজিস্ট্রার(ভারঃ) এইচ. এম আলী হাসান ও অফিস প্রধানবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্র—ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশীত হয়। সংবাদ বিজ্ঞপ্তি
স্বাক্ষরিত
(মোঃ সাহেদ হাসান)
উপ—রেজিস্ট্রার
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়
তারিখ ঃ ১০/০৩/২০২৪