ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৪তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ
VIEWঅধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী ইবি’র প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন
VIEWসুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সম্পাদক ও কোষাধ্যক্ষকে ইবি কর্মকর্তা সমিতির সংবর্ধনা
VIEWইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন
VIEWইরাসমাস প্লাস এগ্রিমেন্টের আওতায় ইবি এবং তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
VIEWইবিতে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
VIEWইবিতে “১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত
VIEW
ইসলামী বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নিম্নরূপ কর্মসূচি মধ্যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৫ মার্চ দিবাগত রাতে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া ২৫ মার্চ ‘গণহত্যা দিবস স্মরণে’ ইবি ক্যাম্পাসে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি হিসেবে রাত ৯ টা হতে ৯.১ মিনিট পর্যন্ত (জরুরি স্থাপনা ব্যতিত) ব্ল্যাকআউট করা হয়।
২৬ মার্চ সকাল ৯.৩০ মিনিটে প্রশাসন ভবন চত্বরে গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রো—ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসান। প্রভোস্টগণ অনুরূপ ভাবে সকাল ৯.১৫ মিনিটে নিজ নিজ হলে পতাকা উত্তোলন করেন। এছাড়াও শহিদ স্মৃতিসৌধে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়।
প্রশাসনের পতাকা উত্তোলন পর্ব শেষে প্রশাসন ভবন চত্বর হতে রং বেরং এর বেলুন উড়িয়ে দিনের কর্মসূচীর উদ্বোধন কর হয়। এরপর শহিদ স্মৃতিসৌধ পর্যন্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে উপস্থিত ছিলেন প্রো—ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলামগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসান। র্যালিতে সকল হল, অনুষদ, বিভাগ, সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র—ছাত্রী, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেন। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ স্মৃতিসৌধে সমাবেত হয়।
বর্ণাঢ্য র্যালি শেষে শহিদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন প্রো—ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসান। এরপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বিভাগসমূহ ও পরিষদ, সংগঠনসমূহ শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের করেন।
পুস্পস্তবক অর্পণ শেষে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম।
¬এছাড়াও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বাদ যোহর কেন্দ্রীয় মসজিদ ও হল মসজিদসমূহে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি
স্বাক্ষরিত
(মোঃ সাহেদ হাসান)
উপ—রেজিস্ট্রার
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়
তারিখ ঃ ২৬/০৩/২০২৪