News & Event

02
Dec 24

ইবিতে প্রো-ভাইস-চ্যান্সেলর পদে প্রফেসর ড. এম. এয়াকুব আলী এবং ট্রেজারার পদে প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের যোগদান

VIEW
02
Dec 24

ইবিতে প্রস্তাবিত শহীদ মুগ্ধ সরোবরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

VIEW
02
Dec 24

ইবিতে ‘কর্মস্থলে নৈতিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা বিধানে করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

VIEW
01
Dec 24

ইবিতে পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত

VIEW
28
Nov 24

ইবি ভাইস চ্যান্সেলরের আন্তর্জাতিক গবেষণা সংস্থায় রেগুলেটিং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফর ডেভেলপমেন্ট (পারস্পেকটিভ্স ফ্রম বাংলাদেশ) শীর্ষক বই প্রকাশিত

VIEW
26
Nov 24

ইবিতে ‘লেখা প্রদর্শনী ২০২৪’-এর শুভ উদ্বোধন করেছেন ভাইস চ্যান্সেলর/শিক্ষা ও গবেষণা প্রদর্শনী পরিদর্শন

VIEW
26
Nov 24

ইবি’র প্রশাসনিক ভবনে ডিসপ্লে টিভির উদ্বোধন করলেন ভাইস চ্যান্সেলর

VIEW
25
Nov 24

প্রফেসর ড. রুহুল আমিনের মৃত্যুতে ইবি ভাইস চ্যান্সেলরের শোক

VIEW
25
Nov 24

ব্যাপক অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

VIEW
24
Nov 24

বঙ্গবন্ধু হলের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন ইবি ভিসি

VIEW

বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ, পবিত্র ও প্রোডাক্টিভ জায়গা হলো শ্রেণিকক্ষ : নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইবি ভাইস চ্যান্সেলর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে ভালো, গুরুত্বপূর্ণ এবং পবিত্র জায়গা হলো তোমার শ্রেণিকক্ষ। তোমার আর কোনো বিচরণক্ষেত্র আনন্দময় হতে পারে, কিন্তু এতো পবিত্র, এতো প্রোডাক্টিভ না। সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার শ্রেণিকক্ষ। শ্রেণিকক্ষে কখনোই অনুপস্থিত থাকবে না।
ব্যবস্থাপনা বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নবীনবরণ এবং এমবিএ ২০২২ ব্যাচের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে টিএসসিসি অডিটরিয়ামে আজ মঙ্গলবার সকাল ১১টায় এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে তিনি নবীনদের উদ্দেশ্যে আরও বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের পাঁচ বছর তোমরা সময়ের সবচেয়ে ভালো ব্যবহার কর। তোমার সময়কে তোমরা নষ্ট করো না। সময় গেলে সাধন হবে না। এখানে যদি ভালোভাবে না পড়, ভবিষ্যৎ জীবনকে কিন্তু সুন্দর করতে পারবে না।
ভাইস চ্যান্সেলর বলেন, শিক্ষকদের সাথে থাকবে তোমাদের সবচেয়ে ভালো সম্পর্ক। তোমাদের সবচেয়ে বেশি যোগাযোগ হবে শিক্ষকদের সঙ্গে। তোমার শিক্ষক তোমাকে কখনই মিসগাইড করবে না। আমরা সব কিছুই করি আমাদের ছাত্রদের জন্য। ভালো নাগরিক হও, ভালো মানুষ হও, এই প্রত্যাশা রইল।
তিনি বলেন, আজ যারা বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নিচ্ছো এই বিশ্ববিদ্যালয় তোমাদের হৃদয়ে গ্রোথিত থাকবে। এই বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান দিয়ে তোমরা জাতির কল্যাণের জন্য কাজ করবে। সৎ থাকবে, কঠোর পরিশ্রম করবে। সততা, সত্যবাদিতা সবসময় যেন তোমাদের মধ্যে থাকে। সৎ না থাকলে তোমরা এদেশের কল্যাণ করতে পারবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. শেলীনা নাসরীন এবং ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফাউন্ডিং সেক্রেটারি আবু সায়েম খান। প্রফেসর ড. আব্দুল হান্নান শেখ বিভাগের সিনিয়র শিক্ষক হিসাবে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য দেন নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ আলীনূর রহমান। আরও বক্তব্য রাখেন নবীন শিক্ষার্থী মোঃ বায়েজিদ বোস্তামী, বিদায়ী এমবিএ ব্যাচের শিক্ষার্থী গোলাম রব্বানী, আবু সোহান ও স্বর্ণা সাহা।
অনুষ্ঠানে ফুল দিয়ে অতিথি ও নবীনদের বরণ করে নেয়া হয় এবং এমবিএ ২০২২ ব্যাচের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল ক্রেস্ট প্রদান করা হয়। সঞ্চালনায় ছিলেন মোঃ নাজমুল হোসেন ও জাকিয়া পারভিন অন্তু। #সংবাদ বিজ্ঞপ্তি
স্বাক্ষরিত
০৫.১১.২০২৪
(মোঃ রাজিবুল ইসলাম)
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়