News & Event

11
Feb 25

ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন ও ইসলামি ফাউন্ডেশন এর ডিজি আঃ ছালাম খান (সিনিয়র জেলা ও দায়রা জজ) হাতে তুলে দেন ইসলামী বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

VIEW
11
Feb 25

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টশন প্রোগ্রামে আলী রীয়াজ

VIEW
09
Feb 25

ইবি জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

VIEW
09
Feb 25

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

VIEW
09
Feb 25

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অভয়ারণ্য-এর আয়োজনে চমৎকার অনুষ্ঠান কুহেলিকা উৎসব ১৪৩১

VIEW
04
Feb 25

আ ফ ম খালিদ হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এর সৌজন্য সাক্ষাৎ

VIEW
03
Feb 25

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপিত

VIEW
03
Feb 25

ইবির ইংরেজি বিভাগে মিলনমেলা ও বিদায়ী সংর্বধনা অনুষ্ঠিত

VIEW
27
Jan 25

ইবিতে দাওয়াহ সোসাইটির উদ্যোগ দুই হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে অর্থসহ কুরআন বিতরণ

VIEW
25
Jan 25

ইবিতে থ্যালাসেমিয়া প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত

VIEW

ইবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় প্রশাসন ভবনের সামনে এবং হলসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। প্রশাসন ভবনের সামনের চত্বরে বিএনসিসি কর্তৃক প্রদত্ত গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী। ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এসময় তাঁদের সাথে ছিলেন।
সকাল ১০.১৫ টায় প্রশাসন ভবনের সামনের চত্বরে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির উদ্বোধনের পর এক আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্ত বাংলা’য় সমবেত হয়। মহান মুক্তিযুদ্ধে বীর শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 'মুক্ত বাংলা'য় পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভাগ, পরিষদ, ফোরাম, ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে 'মুক্ত বাংলা'য় সুশৃঙ্খলভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তরে ভাইস চ্যান্সেলর পুষ্পস্তবক অর্পণ করেন। ‘মুক্ত বাংলা’ ও ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধা নিবেদনকালে প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার তাঁর সাথে ছিলেন। ভাইস চ্যান্সেলরের শ্রদ্ধা নিবেদনের পর জিয়া পরিষদ, ইউট্যাব, জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরাম, ইবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ভাইস চ্যান্সেলর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বাদ যোহর কেন্দ্রীয় মসজিদ, আবাসিক এলাকার মসজিদ ও সকল হল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ও ১৬ ডিসেম্বর (২দিন) প্রধান গেট, প্রশাসন ভবন, 'মুক্ত বাংলা', ডায়না চত্বর, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তর ও ভিসি বাংলো আলোকসজ্জিত করা হয়েছে। আবাসিক হলসমূহে পরিবেশন করা হয়েছে উন্নতমানের খাবার। #সংবাদ বিজ্ঞপ্তি
স্বাক্ষরিত
১৬.১২.২০২৪
(মোঃ রাজিবুল ইসলাম)
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া