ইবিতে ‘কম্বাইনিং মডার্ন ন্যাচারাল সায়েন্সেস উইথ রিলিজিয়াস সায়েন্সেস’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘কম্বাইনিং মডার্ন ন্যাচারাল সায়েন্সেস উইথ রিলিজিয়াস সায়েন্সেস’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে দিনব্যাপী এ সেমিনার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বুধবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ঢাকাস্থ তুর্কি দূতাবাসের রিলিজিয়াস অ্যাফেয়ার্স কোঅর্ডিনেটর ওজগুর ওজিউরিক, সোজলার পাবলিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দাউদ সিসিগুলু, ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড কালচার-এর বিশেষ প্রতিনিধি সালাহুদ্দিন সাইয়েদী।
আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. নাছির উদ্দিন মিঝিথর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন প্রফেসর ড. হাফেজ আবু নোমান মোঃ এরশাদ উল্লাহ, প্রফেসর ড. মোহাঃ লোকমান হোসেন প্রমুখ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড কালচার এর রিসার্চ ফেলো মুনির তুরান। সঞ্চালনায় ছিলেন প্রফেসর ড. খান মোঃ ইলিয়াস।
সেমিনারে তুর্কি প্রতিনিধি দলের পক্ষ হতে ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলরকে বদিউজ্জামান সাঈদ নূরসি রচিত গ্রন্থ রিসালাতুন নূর উপহার দেয়া হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, দ্বীন এবং দ্বীনের পাশাপাশি আধুনিক যুগে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় দখল থাকতে হবে। প্রফেসর ড. এম শমসের আলীকে উদ্ধৃত করে তিনি বলেন, পবিত্র কুরআনকে বুঝতে হলে বিজ্ঞান বুঝতে হবে। আল্লাহর দ্বীনের সাথে বিজ্ঞানের সম্পৃক্ততা ছাড়া আপনি জ্ঞানী হতে পারবেন না। তিনি বলেন, নিশ্চয়ই ইসলামী বিশ্ববিদ্যালয় তার লক্ষ্য এবং উদ্দেশ্যের পথে থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, আধুনিক শিক্ষার সাথে ইসলামী শিক্ষার সমন্বয় ঘটানোর সুযোগ এই বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এজন্য করণীয় সবকিছু করা হবে।#সংবাদ বিজ্ঞপ্তি
স্বাক্ষরিত
১৮.১২.২০২৪
(মোঃ রাজিবুল ইসলাম)
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া