গাজায় আগ্রাসন ও নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং ফিলিস্তিন জনগণের প্রতি সংহতি জানিয়ে ইবিতে শাট ডাউন প্রতিবাদ কর্মসূচি পালিত
গাজায় আগ্রাসন ও নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং ফিলিস্তিন জনগণের প্রতি সংহতি জানিয়ে ইবিতে শাট ডাউন প্রতিবাদ কর্মসূচি পালিত/ ইসরায়েলি বর্বরতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার জন্য আরব সহ বিশ্বনেতাদের তীব্র নিন্দা ইবি ভিসির.
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন — এই ভাষা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মনের ভাষা। বলার অবকাশ রাখে না আমরা হতবাক — পৃথিবীর কোনও ইতিহাসে নেই, ইসরাইল যেভাবে অবৈধ রাষ্ট্র ঘোষণা করেছে, যে বর্বরতা ইসরায়েলি বাহিনী চালিয়ে যাচ্ছে ২০২৩ সালের অক্টোবর থেকে। আমি এই বর্বরতার তীব্র নিন্দা জানাই। নিন্দা জানাই ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং ইসরায়েলের সহযোগীদের। শুধুমাত্র ছাত্রসমাজ সহ সাধারণ মানুষ প্রতিবাদ করছে। কিন্তু রাষ্ট্রনায়করা প্রতিবাদ করছে না। তিনি আরও বলেন, আজকের মুসলিম সমাজের ঈমানী ও মুল দায়িত্ব হলো, মানবতাকে রক্ষা করা, ইসরায়েলের প্রতিবাদ করা, প্যালেস্টাইনকে রক্ষা করা। আমি নিন্দা জানাই আরব বিশ্বের মুসলিম রাষ্ট্র নায়কদের, যারা ঐক্যবদ্ধ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, শুধুমাত্র কনফারেন্স এবং আলোচনার মধ্যে সীমাবদ্ধ থেকেছে। ইসরায়েল শুধু প্যালেস্টাইনের নয়, মানবতারও শত্রু। কালবিলম্ব না করে এখন থেকেই আমাদের সকলকে প্রস্তুতি নিতে হবে তাদের নিপাত করার জন্য। ক্র্যাশ ডাউন ইসরায়েল — এটাই হবে আমাদের একমাত্র মূল মন্ত্র। এই জেনোসাইডের আমরা বিচার চাই।
অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বর সন্ত্রাসী আগ্রাসন ও নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজায় মজলুম ফিলিস্তিন জনগনের প্রতি সংহতি জানাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ ০৯ এপ্রিল বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সর্বাত্মক শাট ডাউন প্রতিবাদ কর্মসূচি পালন কালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞান ভবনের সামনে এবং ডায়না চত্বরের পশ্চিম দিকে অবস্থিত সড়ক পার্শ্বে অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বক্তব্য প্রদান করেন।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক, ডিনবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশ শুরু হয় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফীর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠের মধ্য দিয়ে। সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আশরাফ উদ্দীন খান। সঞ্চালনায় ছিলেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ রাজিবুল ইসলাম।
স্বাক্ষরিত
০৯.০৪.২০২৫
(মোঃ রাজিবুল ইসলাম)
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া