ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল ও শহীদ জিয়াউর রহমান হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
শহীদ জিয়াউর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী। তিনি সদ্য বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ. বি. এম জাকির হোসেনের স্থলাভিষিক্ত হবেন।
অন্যদিকে, লালন শাহ হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান। তিনি সদ্য বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেনের স্থলাভিষিক্ত হবেন।
এছাড়া নতুন দায়িত্বপ্রাপ্ত উভয়কে আগামী ১৫ মে থেকে আগামী এক বছর জন্য উক্ত হলের প্রভোস্ট হিসেবে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ নিয়োগ দান করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তি