ইসলামী বিম্ববিদ্যালয়ে আইকিউএসির অধীনে ‘প্রিপারেশন ফর অ্যাক্রিডিটেশন: স্ট্যান্ডার্ড এন্ড ক্রাইটেরিয়া ফর অ্যাকাডেমিক প্রোগ্রাম’ বিষয়ে দ্বিতীয় দিনের ওর্য়্যকশপ অনুষ্ঠিত হয়।
ওর্য়্যকশপে কাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের প্রস্তুতকৃত অ্যাসেসমেন্ট শিট উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে ভার্সুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
ভাইস চ্যান্সেলর বলেন, কোয়ালিটি পুরোটাই নির্ভর করে নিজের অর্জিত জ্ঞান ও দক্ষভাবে সেই জ্ঞান বন্টনের উপর। শিক্ষায় কোয়ালিটি তখনই নিশ্চিত হয় যখন সঠিকভাবে শিক্ষার্থীরা শিক্ষকদের বন্টনকৃত জ্ঞান নিজেদের মধ্যে আয়ত্ব করতে সক্ষম হয়।
তিনি বলেন, একজন শিক্ষকের সকল জ্ঞান অর্জিত হবে তার শিক্ষার্থীর মাঝে সেই জ্ঞান দক্ষভাবে বন্টনের জন্য। সেই শিক্ষার্থী সেই জ্ঞান নিয়ে নতুনতর কোন জ্ঞান সংযোজন করে নিজের উন্নয়ন ঘটাবে। এটাই জীবনব্যাপী শিক্ষার আদল। যেখানে শিক্ষার লক্ষ্যই হবে অধিকতর ও নতুনতর পরিবর্তন সাধন।
দ্বিতীয় দিনের ওর্য়্যকশপে রির্সোস পারসন ছিলেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. নাজিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এসকে মো: আব্দুর রউফ।
১২ মে আইকিউএসির উদ্যোগে ধারাবাহিক ওর্য়্যকশপের উদ্ধোধন হয়। ওর্য়্যকশপ চলবে ২০ মে পর্যন্ত।
সংবাদ বিজ্ঞপ্তি