জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পঞ্চমবারের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে।
আজ শুক্রবার (৯ মে) গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে সকাল ১০টা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে প্রবেশ করেন ভর্তিচ্ছুরা।
বিশ্ববিদ্যালয়ের তত্বাবধানে অনুষ্ঠিত পরীক্ষা পরিদর্শণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
আজকের পরীক্ষায় বিভিন্ন বিভাগে ভর্তি হতে অংশ নেন মোট ৮৮৬০ পরীক্ষার্থী। পরীক্ষায় উপস্থিতির হার ৯০.৬৯%।
সংবাদ বিজ্ঞপ্তি