ইবি’র উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলে আল-কুরআন বিতরণ ও কুরআন শিক্ষা কোর্স সমাপনী সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলে আল-কুরআন বিতরণ ও কুরআন শিক্ষাকোর্স সমাপনী সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় শুরু এ সংবর্ধনা অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রধান অতিথি এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
প্রভোস্ট প্রফেসর ড. এ. কে. এম. রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সদ্যবিদায়ী ডিন প্রফেসর ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ নাছির উদ্দিন মিঝি, আইআইইআর-এর পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, কুরআনের প্রথম আয়াতে বলা হয়েছে: তুমি পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কুরআন পড়তে বলা হয়েছে। কারণ, কুরআন মজিদের মধ্যে আল্লাহর পরিচয় দেয়া হয়েছে, আল্লাহর সত্তার পরিচয় দেয়া হয়েছে। মানুষকে যে সৃষ্টি করা হয়েছে, এ কথা বলা হয়েছে। মানুষের পাশাপাশি এই বিশ্বজগতকে সৃষ্টির কথা কুরআন মজিদে বলা হয়েছে। আসলে বিজ্ঞান তো ইসলাম। আমরা কীভাবে এসেছি, কী আমাদের পরিচয়; আমরা কি এম্নি এম্নি হয়েছি, নাকি আমাদেরকে কেউ সৃষ্টি করেছে, এগুলো কুরআন পড়লে জানা যাবে। সুতরাং কুরআন পড়তে হবে।
ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম কুরআন শিক্ষাকোর্সে অংশ নেয়া শিক্ষার্থীদের অনুরোধ জানিয়ে বলেন, কুরআন যতটুকু শিখলেন, আমল করবেন। আমল বড় জিনিস। মুসলমান হিসেবে কুরআন-হাদিসের বাইরে যাওয়া যাবে না।
প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান, হলের আবাসিক শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। #সংবাদ বিজ্ঞপ্তি
স্বাক্ষরিত
০৩.১১.২০২৫
(মোঃ রাজিবুল ইসলাম)
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া