ই-পেমেন্ট সেবাদান শুরুর লক্ষ্যে ইসলামী ব্যাংক পিএলসি’র সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ই-পেমেন্ট সেবাদান শুরুর লক্ষ্যে শনিবার (৮ নভেম্বর) ইসলামী ব্যাংক পিএলসি’র সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেলফিন অ্যাপ ব্যবহার করে সব ধরণের ফি জমা দিতে পারবেন।
ভিসি অফিসের কনফারেন্স রুমে বেলা সাড়ে ৩টার দিকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলীর উপস্থিতিতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর পক্ষে এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও সিএইচ আরও ড. মোঃ কামাল উদ্দীন জসিম।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, অনলাইন পেমেন্ট সিস্টেম শুরু করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির সহ বিশ্ববিদ্যালয়ের সকল ক্রীয়াশীল ছাত্র সংগঠনের দাবি ছিলো। আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য ঐতিহাসিক একটি দিন। ছাত্র সংগঠনগুলোর অগ্রগণ্য একটি দাবি আজ আলোর মুখ দেখলো। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসায় ভাইস চ্যান্সেলর ইসলামী ব্যাংক পিএলসিকে ধন্যবাদ জানান। তিনি একই সঙ্গে আইসিটি সেলের পরিচালক ও অতিরিক্ত পরিচালক, প্রক্টর, ছাত্র উপদেষ্টা এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। শিক্ষার্থীদের স্কলারশিপ এবং সেমিনার লাইব্রেরি ও ল্যাবসমূহে কম্পিউটার প্রদানের জন্য তিনি ইসলামী ব্যাংকের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। অনলাইন পেমেন্ট সিস্টেম দ্রুত শুরুর কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ভাইস চ্যান্সেলর আইসিটি সেলকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
আইসিটি সেল এর পরিচালক প্রফেসর ড. মোঃ শাহজাহান আলীর সঞ্চালনায় স্বাক্ষর অনুষ্ঠানে ইসলামী ব্যাংক পিএলসি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোনের প্রধান মোঃ শফিউল আজম সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন। উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, ফাইন আর্টস বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ কামরুল হাসান, আইআইইআর-এর পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, আইসিটি সেল এর পরিচালক প্রফেসর ড. মুহাঃ শরিফুল ইসলাম, অর্থ ও হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আনার পাশা, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মোয়াজ্জেম হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রীয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। #সংবাদ বিজ্ঞপ্তি
স্বাক্ষরিত
০৮.১১.২০২৫
(মোঃ রাজিবুল ইসলাম)
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া