বিনামূল্যে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড : এক অন্য মাত্রা যোগ হলো বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সেবায়
শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডুয়েল কারেন্সি কো-ব্র্যান্ডেড স্পেশাল স্টুডেন্ট ডেবিট কার্ড প্রদান করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে কাস্টমাইজড এই কার্ডের মাধ্যমে আধুনিক ও সহজ ব্যাংকিং সেবার সুযোগ পাচ্ছেন তারা। অনলাইন ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে ইসলামী ব্যাংকের উদ্যোগে ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে ক্যাম্পেইন বুথ। এতে অংশ নিয়ে ইতোমধ্যে প্রায় এক হাজার ইবি শিক্ষার্থী তাদের ব্যাংকিং প্রোফাইল হালনাগাদ করেছেন। এই কার্যক্রমের আওতায় শিক্ষার্থীরা কোনো ধরনের চার্জ ছাড়াই ব্যাংকিং সেবা গ্রহণের পাশাপাশি বিভিন্ন ফি পরিশোধের সুবিধা পাচ্ছেন। সোমবার থেকে বুধবার (১৯–২১ জানুয়ারি) পর্যন্ত তিন দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এই সেবা কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীদের আগ্রহের কারণে পরবর্তীতে কার্যক্রমের সময় আরও তিন দিন বাড়ানো হয়। ফলে আগামী রবি, সোম ও বুধবারে শিক্ষার্থীরা এসব সেবা গ্রহণ করতে পারবেন। জানা গেছে, গত বছরের ৮ নভেম্বর শিক্ষার্থীদের পেমেন্টসংক্রান্ত ভোগান্তি কমাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি ডিজিটাল পেমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের জন্য সহজ ও চার্জমুক্ত ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে ক্যাম্পাসে এই ক্যাম্পেইন বুথ স্থাপন করা হয়েছে। এখানে ডুয়েল কারেন্সি কো-ব্র্যান্ডেড ডেবিট কার্ড, চার্জমুক্ত ব্যাংকিং, সহজ অ্যাকাউন্ট খোলা, তাৎক্ষণিক ভার্চুয়াল কার্ডসহ নানা সুবিধা প্রদান করা হচ্ছে।
ইসলামী ব্যাংকের সমন্বয়কারী কর্মকর্তা অভিযাত্রাকে বলেন, “ এই উদ্যোগের ফলে শিক্ষার্থীরা কোনো ধরনের চার্জ ছাড়াই ব্যাংকিং ও ফি পেমেন্টের সুবিধা পাচ্ছেন। শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত একটি বিশেষ ডুয়েল কারেন্সি কো-ব্র্যান্ডেড ভিসা ডেবিট কার্ড দেওয়া হচ্ছে, যা সাধারণত বছরে ৮০০ টাকা চার্জ দিয়ে নিতে হয়। এছাড়া সেলফিন অ্যাপ ডাউনলোড করলে তাৎক্ষণিকভাবে একটি ভার্চুয়াল কার্ডও পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক সার্ভারে নিবন্ধনের পর কার্ড হাতে পেতে প্রায় দশ দিন সময় লাগবে।” বিশ্ববিদ্যালয়ের আর্থিক খাতের দায়িত্বে নিযুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান,“শিক্ষার্থীদের আর্থিক লেনদেনকে সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যেই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজে ও নিরাপদভাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফি পরিশোধ করতে পারবে। এতে অতিরিক্ত খরচ কমবে, সময় সাশ্রয় হবে এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।”
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন,
“দীর্ঘদিন পর হলেও ইসলামী ব্যাংকের সহায়তায় ইবি শিক্ষার্থীরা ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট করার সুযোগ পাচ্ছে। এজন্য আমরা ইসলামী ব্যাংককে ধন্যবাদ জানাই। আধুনিক যুগে এই সুবিধাগুলো ব্যবহার করে শিক্ষার্থীরা সহজ, স্বচ্ছ ও ঝামেলামুক্তভাবে তাদের আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবে। এতে সময় সাশ্রয় হবে এবং বাড়তি ভোগান্তি কমবে।”
++++++++
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস /
Edited By: Dr. Amanur Aman