সরস্বতী পূজা উপলক্ষ্যে শুভেচ্ছা
সরস্বতী পূজা উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিন্দু সম্প্রদায়ের সকল সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক। শুভেচ্ছা বার্তায় তারা বলেন, সরস্বতী পূজা জ্ঞান, প্রজ্ঞা ও শুভবোধের প্রতীক। এই পূজা মানব জীবনে নৈতিকতা, মানবিকতা ও কল্যাণবোধের চর্চাকে আরও গভীর করে তোলে। শিক্ষা ও জ্ঞানচর্চার পীঠস্থান হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় সবসময় অসাম্প্রদায়িকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের মূল্যবোধকে ধারণ করে এসেছে। তারা আরও বলেন, এই উৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও সৌহার্দ্য বয়ে আনবে এবং পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। জ্ঞানচর্চা ও মানবকল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সবাই আরও দায়িত্বশীল ভূমিকা রাখবেন—এটাই তাদের প্রত্যাশা। শুভ সরস্বতী পূজা।
======
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
Edited By: Dr. Amanur Aman