ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে নবীনবরণ ও প্রবীণ বিদায়
ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। বিভাগীয় সভাপতি সহকারী অধ্যাপক আতিফা কাফির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন, প্রফেসর ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন। এছাড়া বিভাগের অন্যান্য শিক্ষকসহ বিপুল সংখ্যক নবীন ও প্রবীণ শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে তিলাওয়াত ও পাঠের মাধ্যমে সূচনা করা হয়। এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে শিক্ষার্থীদের ডিগ্রি অর্জন তাদের অধ্যবসায়ের স্বাক্ষর। যথাযথ প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে এই পরিশ্রমের সঠিক ফল পাওয়া সম্ভব। তিনি সরকারি চাকরি বিশেষত বিসিএসের পাশাপাশি কর্পোরেট ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি কর্মক্ষেত্রে কার্যকর ইংরেজি দক্ষতা ও যোগাযোগ সক্ষমতার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, পরিশ্রমী এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
+++++++++++
তারেক মাহমুদ হোসেন
উপ রেজিস্টার
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস
Edited By: Dr. Amanur Aman /