বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে ইরাসমাস প্রকল্প পরিচালিত হবে।
ইরাসমাস (ERASMUS) হলো ইউরোপীয় ইউনিয়ন (EU) কর্তৃক পরিচালিত একটি প্রোগ্রাম যা শিক্ষা, প্রশিক্ষণ, যুব ও ক্রীড়া ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও আদান-প্রদানকে সমর্থন করে। বিশেষভাবে, ইরাসমাস মুন্ডাস (Erasmus Mundus) স্কলারশিপ ইউরোপের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষার জন্য একটি ফুল-ফান্ডেড (সম্পূর্ণ অর্থায়নকৃত) সুযোগ প্রদান করে, যা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি প্রোগ্রাম।
৩ সেপ্টেম্বর লোক প্রশাসন বিভাগে এ বিষয়ে প্রজেক্টের উপর আলোকপাত করেন প্রজেক্ট সমন্বয়ক ও বিভাগর প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান। এ সময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকিব মোঃ নাসরুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বেগম রোকসানা মিলি, কলা অনুষদের ডিন প্রফেসর ড, মো: এমতাজ হোসেন, আইন অনুষদের ডিন প্রফেসর ড. তৌহিদুল আনাম, বিভাগের সিনিয়র প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমানসহ অন্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.মোঃ ফখরুল ইসলাম।
তারেক মাহমুদ হোসেন
উপ-রেজিস্ট্রার
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ বিভাগ
EDITED BY: Dr Amanur Aman