খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ফল–২০২৫ সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
খুলনার বেসরকারি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ফল–২০২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৮ সেপ্টেম্বর) খুলনা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর কানাই লাল সরকার।
এ ছাড়াও অনুষ্ঠানে চিফ প্যাট্রন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চিফ লিগ্যাল অ্যাডভাইজার মো. হুমায়ূন কবির বুলবুল, ট্রেজারার সৈয়দ হাফিজুর রহমান এবং ট্রাস্টি ড. মো. রেজাউল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে উচ্চশিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের মাধ্যম নয়, বরং জ্ঞানচর্চা, গবেষণা এবং মানবকল্যাণে নিজেকে নিবেদিত করার পথ।
অনুষ্ঠানের সভাপতি ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, আধুনিক প্রযুক্তি ও বৈশ্বিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
ওরিয়েন্টেশনে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, নিয়মনীতি, শিক্ষার পরিবেশ, সাংস্কৃতিক ও গবেষণা কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের দায়িত্বশীল, সৃজনশীল এবং মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আইকিউএসি সেলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
তারেক মাহমুদ হোসেন
উপ-রেজিস্ট্রার
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ বিভাগ
Edited by : Dr. Amanur Aman/*