+পরিবহন পুলে আরও ৪টি বিআরটিসি’র ডাবল ডেকার+
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন পূলে যুক্ত হলো আরও চারটি বিআরটিসি’র ডাবল ডেকার বাস। বাসগুলো শিক্ষার্থী পরিবহন ও প্রয়োজন অনুযায়ী ব্যবহৃত হবে।
রোববার (৭ সেপ্টেম্বর) ক্যাম্পাসে গাড়ীগুলো উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বিআরটিসির পাবনা বাস ডিপোর ডিজিএম প্রকৌশলী মনিরুজ্জামান বাবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক প্রফেসর ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ।
এ সময় বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে নিযুক্ত উর্ধ্বতন শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকারী প্রতিষ্ঠান বিআরটিসির মোট ১৩টি বড় বাস রয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে।
অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বিআরটিসি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে এ প্রতিষ্ঠানের অব্যাহত সহযোগীতা প্রদান করার জন্য।
বার্তা প্রেরক/
তারেক মাহমুদ হোসেন
উপ-রেজিস্ট্রার
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ বিভাগ
edited by : Dr. Amanur Aman